• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সমান সমান (কবিতা)

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ১৬:১৮
সাকিব জামাল

কর্ম সমান তো-মজুরি সমান, চলতে পারেনা-লিঙ্গ ব্যবধান!

সম্পর্কিত খবর

    সময় সমান তো-মজুরিও সমান, চলতে পারেনা-লিঙ্গ ব্যবধান ।

    ঘাম নারীরও ঝরে,ঘাম পুরুষেরও ঝরে, মজুরিও আসতে হবে- সমান সমান দুজনের তরে!

    কষ্ট দুজনের দেহই সমান পায়- ক্ষুধার যাতনাও সমান, প্রয়োজন বোঝেনা লিঙ্গভেদ- চলতে পারে তবে কি করে বিভেদ ?

    আমি নারীবাদী নই- বুঝি সমান সমান । আমি পুরুষবাদীও নই- বুঝি সমান সমান ।

    সমতার গান সর্বত্র বাজুক, সমান সমান অধিকারে পৃথিবী সাজুক ।।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close