• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাব-এডিটরদের ‘সংবাদ সম্পাদনা’ প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১৯:১৮ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:৩৪
সজিব খান

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য তিনদিন ব্যাপী ‘সংবাদ সম্পাদনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) আয়োজিত এই কর্মশালার সমাপন অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএসইসি’র সভাপতি মামুন ফরাজি। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।

গত ১৬ জানুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণে ঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে সংবাদ সম্পাদনার মৌলিক বিষয়, সাংবাদিকতার নীতিমালা, সংবাদের ট্রিটমেন্ট ও সংবাদমূল্যসহ ফ্যাক্টচেক এর মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে সমাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং উপস্থিত অতিথিরা।

পূর্বপশ্চিম/এসকে

পিআইবি,ঢাকা সাব এডিটরস কাউন্সিল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close