• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রূপগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২২, ০২:২৬ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০২:২৭
নিজস্ব প্রতিবেদক

বেসরকারি যমুনা টিভির সাংবাদিক আল আমিন হক অহন, ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকার, প্রাইভেটকার চালক মো. রিয়াজকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় ঢাকার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক আল আমিন হক অহন বাদী হয়ে শনিবার (২১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলায় আছলাম সরকার ওরফে কালাম ওরফে বাবু ওরফে মামুন, বাবু ও আমিরসহ অজ্ঞাতনামা আরও ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। মূল আসামি কালাম ওরফে বাবুকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শনিবার পূর্বাচলে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ শেষে প্রাইভেটকার নিয়ে ঢাকায় ফেরার পথে কাঞ্চন ব্রিজের নিচে ইউটার্ন করার সময় যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা সাংবাদিক, ক্যামেরাপারসন এবং চালককে মারধর করে বেশ কয়েকজন।

পিপি/জেআর

সাংবাদিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close