• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যমুনা টিভি প্রচার করছেন না ক্যাবল অপারেটররা

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০১৮, ২৩:০৯ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৭
নিজস্ব প্রতিবেদক

সারা দেশে যমুনা টেলিভিশনের প্রচার বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে। ফলে, ঢাকা ও ঢাকার বাইরের টেলিভিশনে এই চ্যানেল দেখতে পারছেন না দর্শকরা।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল থেকে ঢাকার বাইরে সারা দেশে ও পরে রাতে ঢাকায়ও প্রচার বন্ধ করে দেয়া হয় বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

    এবিষয়ে যোগাযোগ করা হলে টেলিভিশন কেন্দ্রটির একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, মৌখিক নির্দেশে বিকালে সারাদেশের ক্যাবল অপারেটররা প্রচার বন্ধ করে দেন। রাতে ঢাকায়ও তা বন্ধ করে দেয়া হয়।

    তিনি বলেন, স্টেশনটি নিয়মিত সম্প্রচারে আছে। অনলাইন ও বিদেশ থেকে অনুষ্ঠান দেখতে পারছেন দর্শকরা।

    এর আগে সোমবার (২৪ ডিসেম্বর) ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের নবাবগঞ্জের কলাকোপা পোদ্দার বাজার এলাকায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন। ভাঙচুর করা হয়ে ১০টি গাড়ি।

    পিবিডি/আরিফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close