• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দরিদ্রদের জমি অধিগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ১৯:২১ | আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক

দরিদ্রদের জমি অধিগ্রহণের বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুযোগ থাকলে অল্প জমির মালিক, বর্গাচাষীসহ এই ধরনের মানুষের জমি অধিগ্রহণ থেকে বিরত থাকা এবং তা নিতে বাধ্য হলে বর্তমান বাজার মূল্যের অন্তত তিনগুণ অর্থ দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ওই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, অধিগ্রহণ হওয়া জমিতে উন্নয়ন কাজ শুরু করার আগেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া প্রয়োজনের অতিরিক্ত জমি অধিগ্রহণ না করা এবং ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

সরকারি ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা কথাও বলেছেন শেখ হাসিনা।

“প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে ভবন তৈরির সময় খোলা ভবনে জায়গা বা বারান্দা রাখতে হবে, যাতে মানুষ অগ্নিকাণ্ডের সময় আশ্রয় নিতে পারে। ভেন্টিলেশন (বায়ু চলাচলের জায়গা) ব্যবস্থা রাখতে হবে। ভবনের আশপাশের পুকুর বা জলাশয় নষ্ট করা যাবে না।”

সাম্প্রতিক অগ্নিকাণ্ডে প্রাণহানির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া নদীর নাব্য রক্ষা ও ভাঙন রোধে দেশের নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করারও নির্দেশ দিয়েছেন তিনি।

পিবিডি/এআইএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা,একনেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close