• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্যামলীর সেই হাসপাতালের মালিক কারাগারে

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২২, ০০:০৮
নিজস্ব প্রতিবেদক

বিল পরিশোধ করতে না পারায় রাজধানীর ‘আমার বাংলাদেশ হসপিটাল’ থেকে জমজ দুই শিশুকে বের করে দেওয়ার পর ঢামেকে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু মামলায় গ্রেফতার মালিক মোহাম্মদ গোলাম সারোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এই আদেশ দেন।

এদিন দুই দিনের রিমান্ড শেষে গোলাম সারোয়ারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সাইফুল ইসলাম।

গত ৮ জানুয়ারি গোলাম সারোয়ারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৭ জানুয়ারি সকালে গোলাম সারোয়ারকে আটক করে র‌্যাব।

জানা যায়, ঠান্ডাজনিত কারণে গত ৩১ ডিসেম্বর সোহরাওয়ার্দী হাসপাতালে আব্দুল্লাহ ও আহম্মেদকে ভর্তি করেন। গত রোববার বলা হয়েছে, তাদের এনআইসিইউতে নেওয়া লাগবে। সেখানে সিট না মেলায় সাভারে কোনো একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এ সময় সেখানকার এক অ্যাম্বুলেন্সচালক (দালাল) তাদের পাশের একটি হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। জানান, সেখানেও সরকারি হাসপাতালের মতো খরচ কম।

ওই চালকের কথামতো ভর্তি করালে হাসপাতাল কর্তৃপক্ষ ৬ দিনে দুই শিশুর চিকিৎসার বিল দেখায় ১ লাখ ২৬ হাজার টাকা। এরইমধ্যে কয়েক দফায় ৫০ হাজার ৫ শ’ টাকা দিয়েছেন বলে দাবি করেছেন শিশু দুটির মা। পরে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সন্তানসহ হাসপাতালমালিক আমাকে জোর করে বের করে দেয়। এরপর শাহিন নামে এক যুবককে দিয়ে দুই শিশুসহ ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। এখানে আনার আগেই আমার এক ছেলে মারা যায়।

এ ঘটনায় শুক্রবার শিশু দুটির মা আয়শা আক্তার মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

পিপি/জেআর

হাসপাতাল মালিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close