• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও ১২ চেয়ারম্যান

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ০০:২৯
নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আরও ১২ জন নির্বাচিত হয়েছেন।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ষষ্ঠ ধাপে চেয়ারম্যান পদে ৩৬২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হলেন।

ইসির জনসংযোগ শাখার মাঠ পর্যায়ের একীভূত তথ্য অনুযায়ী- ষষ্ঠ ধাপে তিন পদে ১৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান ১২ জন, সাধারণ সদস্য ১০০ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৩২ জন।

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপিতে ভোট হবে। বৃহস্পতিবার এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ ধাপের সব ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এসব ইউপিতে এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১,১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২, ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭,৪৯৮ জন।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে দুই হাজার ২০০ এর বেশি পরিষদের ভোট হয়েছে। বাকি ইউপির ভোটের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮ ইউপির ভোট রয়েছে।

বর্তমান ইসির মেয়াদ শেষের আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচনে আরও ৮ ইউপির ভোট হবে ১০ ফেব্রুয়ারি।

পিপি/জেআর

ইউপি নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close