• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টাঙ্গাইল-৭ আসনে ও ৫ পৌরসভায় ভোট রোববার

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ০০:৩৬
নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) শূন্য আসনে উপ-নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশের পাঁচটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (১৬ জানুয়ারি)।এসব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট নেওয়া হবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, এরই মধ্যে এসব এলাকায় ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন

গত বছর ১৬ নভেম্বর চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনটি শূন্য হয়। এ আসনের উপনির্বাচনে উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী হয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগের খান আহমেদ শুভ, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রীমতী রূপা রায়চৌধুরী (ডাব)।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। মোট ১২১টি ভোটকেন্দ্রের ৭৫৬টি কক্ষে ইভিএম দিয়ে ভোটগ্রহণ করা হবে।

৫ পৌরসভার ভোট

চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী সদরের নোয়াখালী, যশোরের ঝিকরগাছা, নাটোরের সদর ও বাগাতিপাড়া পৌরসভার ভোট গ্রহণ হবে রোববার। এ পাঁচটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৬ জন। এদের মধ্যে ১০ জন দলীয় প্রার্থী এবং ১৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

পূর্বপশ্চিম-এনই

টাঙ্গাইল-৭,উপনির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close