• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জীবনের শ্রেষ্ঠ সময় বাংলাদেশে কেটেছে: মিলার

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৯ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:০৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় বাংলাদেশে কেটেছে বলে জানিয়েছেন আর্ল রবার্ট মিলার।

সোমবার (১৭ জানুয়ারি) বিদায় উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এভাবে তার অনুভূতি প্রকাশ করেন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, গত তিনবছরে তিনি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছেন। এর ফলে করোনায় বৈশ্বিক অর্থনীতি কঠিন সময় পার করলেও দুই দেশের অর্থনীতি নিয়মিত শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, আমার হৃদয়ে সব সময় বাংলাদেশ থাকবে। আমি গর্ববোধ করব, বাংলাদেশের একজন দূত হয়ে কাজ করতে পারলে। একইসঙ্গে এই দেশ থেকে আমি চমৎকার সব স্মৃতি নিয়ে যাচ্ছি।

‘আমি শুধু বাংলাদেশ থেকেই বিদায় নিচ্ছি না; একই সঙ্গে আমার ৩৫ বছরের ফরেন সার্ভিস থেকেও অবসরে যাচ্ছি।’- যোগ করেন রবার্ট মিলার।

সংগঠনের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্যে রাখেন অ্যামচেম বাংলাদেশের সহসভাপতি সৈয়দ কামাল, কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাপস মন্ডল, শেভরনের বাংলাদেশ প্রেসিডেন্ট এরিক ওয়াকার, সিইও মেটলাইফ বাংলাদেশ’র আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

পূর্বপশ্চিম/এসকে

আর্ল রবার্ট মিলার,মার্কিন রাষ্ট্রদূত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close