• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

এক বছরে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা ৮১ শিশুর

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২২, ২১:২৯
নিজস্ব প্রতিবেদক

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছে ১৪২৬ শিশু। এর মধ্য যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে ৮১ শিশু।

সোমবার (১৭ জানুয়ারি) আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

আসক জানায়, আত্মহত্যা করা শিশুদের মধ্যে ৮ জনের বয়স ৭ থেকে ১২ বছর। ৬৬ শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকিদের বয়স সুনির্দিষ্টভাবে জানা না গেলেও তা ১৮ বছরের কম। তবে মামলা হয়েছে মাত্র ১৯ জনের মৃত্যুর ঘটনায়।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ৫৯৬ জন শিশু মারা গেছে। এসব ঘটনায়, মোট ২৩৫টি মামলা হয়েছে।

নিহত শিশুদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১১২ শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনে মারা গেছে ১২৭ জন শিশু।

আসকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহত শিশুদের মধ্যে ১৭ জনকে এসিড ছুঁড়ে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর উদ্ধার হয়েছে ১২৪ জন শিশুর মরদেহ।

আসক জানায়, প্রতিবেদনটি প্রস্তুতের জন্য তারা দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, সমকাল, সংবাদসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক এবং নিউজ পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করেছে।


পূর্বপশ্চিমবিডি/এএন

শিশু ধর্ষণ,যৌন হয়রানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close