• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

দেশে এলো জনসনের ৩ লাখ ৩৬ হাজার টিকা

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২২, ১৬:২৭ | আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো এসেছে জনসন অ্যান্ড জনসনের করোনা প্রতিরোধী টিকা। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় এই টিকা পেলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ৩ লাখ ৩৬ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, জনসনের এটি এক ডোজের টিকা। এর আগে বাংলাদেশে যত টিকা দেওয়া হচ্ছে তার সবগুলোই দুই ডোজের।

জনসনের এই টিকা রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। কোন ফ্রিজারের প্রয়োজন পড়বে না।

মানব দেহের ওপর জনসনের এই ভ্যাকসিনের পরীক্ষায় দেখা গেছে, এটি সার্বিকভাবে করোনার বিরুদ্ধে ৬৬% কার্যকর।


পূর্বপশ্চিমবিডি/এএন

করোনাভাইরাস,করোনার টিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close