• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

জীবন বীমার এমডি-এজিএমের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২২, ১৬:৪০
নিজস্ব প্রতিবেদক

৪০ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক ও সহকারী জেনারেল ম্যানেজার মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মােহাম্মদ নুর আলম সিদ্দিকী।

বিষয়টি নিশ্চিত করে দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে নিয়ােগ পরীক্ষায় জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযােগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে কমিশন।

মামলার এজহারে বলা হয়, আসামিরা নিয়ােগ পরীক্ষার এমসিকিউ প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে অভিনব প্রন্থার মাধ্যমে প্রশ্ন কর্তাদের প্রস্তুত করা প্রশ্ন ও তার সঠিক উত্তর নিজের মতাে করে প্রশ্নপত্রের মধ্যে সাজিয়ে তা ছাপিয়ে দেন। পরবর্তীতে তা চাকরি প্রার্থীদের সরবরাহ করেন আসামিরা।

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে অন্তত ৪০ কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পায় দুদক।

পূর্বপশ্চিম/এসকে

জীবন বীমা করপোরেশন,নিয়োগ বাণিজ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close