• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আজমেরী গ্লোরীর পাল্লাপাল্লিতে প্রাণ গেলো শিশুর

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২২, ১৯:০০ | আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানী মগবাজারে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের পাল্লাপাল্লিতে পিষ্ট হয়ে মো. রাকিব (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে প্রতিযোগিতা করে। বাস দুটি মগবাজার মোড়ে এসে সমান্তরাল হয়। এ সময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাকিব।

এই ঘটনায় দুই বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যায়। তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সূত্র জানায়, গুরুতর আহতাবস্থায় শিশু রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বরেন, শিশু রাকিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে রাজধানীর ওয়ারী এলাকায় ভাড়া নিয়ে তর্কবিতর্কের জেরে এক যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে চালকের সহকারীর বিরুদ্ধে। নিহতের নাম ইরফান আহমেদ। সকাল ১০টার দিকে গুলিস্তানের জয়কালী মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত মোজাম্মেলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে।

রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খলা চলে আসছে বহুকাল ধরে। দিনে দিনে সেই বিশৃঙ্খলা শুধু বাড়ছেই। এ ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে। যখনই দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। কিন্তু কয়েক দিন পর আবার পুরনো চেহারাই দৃশ্যমান হয়।

পূর্বপশ্চিমবিডি/জিএস

প্রতিযোগিতা,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close