• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বেপরোয়া চলাফেরায় করোনা সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৮ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৩
নিজস্ব প্রতিবেদক

মাস্ক ছাড়া বেপরোয়াভাবে চলাফেরা এবং ওমিক্রনের কারণে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে রোগী কম, মৃত্যুও কম হচ্ছে। তবে হাসপাতালে যারা আসছেন তাদের মধ্যে ৮৫ শতাংশ করোনা টিকা নেননি। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে খুবই স্বল্প সংখ্যক (মুমূর্ষু) রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

তিনি বলেন, ওমিক্রন মাইল্ড হলেও আক্রান্তের সংখ্যা বেশি হলে মৃত্যুও বৃদ্ধি পাবে। করোনা মোকাবিলায় মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান তৃতীয় ঢেউ মোকাবিলায় অতীতের মতো বেসরকারি হাসপাতালগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, দেশের বিভিন্ন মেডিক্যালের প্রতিনিধিরা।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

স্বাস্থ্যমন্ত্রী,সংক্রমণ,করোনাভাইরাস,চলাফেরা,জাহিদ মালেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close