• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২২, ১৩:২০ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৩:২৩
নিজস্ব প্রতিবেদক

সরকার যুক্তরাষ্ট্রে কোনো লবিস্ট নিয়োগ করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

এর আগে গত ২৩ জানুয়ারি বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু যুক্তরাষ্ট্রে বিএনপি এবং সরকার কোনো লবিস্ট নিয়োগ করেছে কি না এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সংসদে বিবৃতি দাবি করেন। এর প্রেক্ষিতে এ তথ্য তুলে ধরেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি। সরকার পিআর ফার্ম নিয়োগ করেছিলো। জামায়াত-বিএনপি ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করে যুদ্ধাপরাধীরে বিচার বন্ধ করতে, বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করতে।

আর দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার বন্ধ করতে সরকার বিজিআর নিয়োগ দেয় বলেও জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

পররাষ্ট্রমন্ত্রী,সরকার,লবিস্ট নিয়োগ,ড. এ. কে. আব্দুল মোমেন,জাতীয়,সংসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close