• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

বৃহস্পতিবার সংসদে পাসের জন্য ‍উঠছে ইসি গঠন বিল

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২২, ১৮:৫০
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের লক্ষ্যে উত্থাপিত ইসি গঠন বিল জাতীয় সংসদে চূড়ান্ত অনুমোদনের জন্য উঠছে বৃহস্পতিবার। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব সংসদে তুলবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

এর আগে সংসদে গত রোববার বহুল আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়সিইসি ও কমিশনার নিয়োগে যোগ্যতা-অযোগ্যতার অংশে দুটি পরিবর্তনের সুপারিশ করে বিলের প্রতিবেদন বুধবার সংসদে উপস্থাপন করেন কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

আইনমন্ত্রী বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব করার পর এর উপর সংসদ সদস্যরা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাব তুলবেন। তখন বিলটি নিয়ে সংসদে আলোচনা হবে। এরপর সংসদ সদস্যদের ভোটে বিলটি পাস হবে। বিলটি সংসদে পাসের পর রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে আইন হিসেবে কার্যকর হবে।

ইসি গঠন বিল প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বৃহস্পতিবার ইসি গঠন বিল পাসের প্রস্তাব আমি সংসদে তুলবো। তবে এদিন বিলটি পাস হবে কিনা বলতে পারছি না। কারণ যে কোনো বিল পাসের জন্য কয়েকটি ধাপ থাকে।

পূর্বপশ্চিম- এনই

ইসি গঠন বিল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close