• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ছাড়ল ৭১৮ রোহিঙ্গা

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২২, ১৬:৫২
কক্সবাজার প্রতিনিধি

দশম দফায় কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবির থেকে আরো ৭১৮ জন রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন।

রোববার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ১৩টি বাসে তারা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে সকাল থেকেই কঠোর নিরাপত্তার মাধ্যমে রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকেন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, এবার ৭১৮ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সোমবার দুপুরে তাদের ভাসানচরে পৌঁছার কথা রয়েছে। আরও কিছু রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছেন। তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি জহিরুল ইসলাম বলেন, রোহিঙ্গারা এখানে পৌঁছানোর পর নিজ নিজ সেন্টারে তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এর আগে গত ৬ জানুয়ারি নবম দফায় ৭০৫ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে যান। বর্তমানে প্রায় ২০ হাজার রোহিঙ্গা ভাসানচরে বসবাস করছেন। এছাড়াও গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।


পূর্বপশ্চিম/এসকে

রোহিঙ্গা,ভাসানচর,কক্সবাজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close