• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আত্মহত্যার আগে একজনের নাম উচ্চারণ করেছিলেন রিয়াজের শ্বশুর

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৫
নিজস্ব প্রতিবেদক

বুধবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৮টা ৪০ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসে আত্নহত্যা করেন চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের শ্বশুর মোহাম্মদ আবু মহসিন খাঁন। তার খানিকটা আগে ওই লাইভেই তিনি জানান তার এক বন্ধু ছিল বাবুল, যাকে নিজে না খেয়ে খাইয়েছিলেন। ওই বন্ধু নাকি প্রায় ২৩ থেকে ২৫ লাখ টাকা নিয়ে আর দেয়নি।

নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে মহসিন বলেন, ‘আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পচে গেলেও কেউ হয়তো খবর পাবে না।’

ব্যবসা করতে গিয়ে টাকা দিয়ে ঠকার কথাও জানান মহসিন। তিনি বলেন, ‘যাদের জন্য আমি বেশি করেছি, তাদের কাছ থেকেই আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল বাবুল, যাকে আমি নিজে না খেয়ে খাইয়েছি। সে আমার প্রায় ২৩ থেকে ২৫ লাখ টাকা মেরে দিয়েছে। এভাবে আমি বিভিন্ন মানুষের কাছে ৫ কোটি ২০ লাখ টাকার মতো পাই।

‘সবশেষ আমি নোবেল নামে একজনকে বিশ্বাস করি। যাকে আমি মিনারেল ওয়াটার প্ল্যান্টের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু দুই বছরেও সেই প্ল্যান্টের যন্ত্র সে কেনেনি। পরে তার কাছে টাকা ফেরত চাইলে, ঝগড়া হয়। এরপর সে দুই দফায় ১ লাখ ২০ হাজার টাকা দেয়। বাকি টাকা সে আমাকে দিচ্ছে না। মানুষ কেন এতো লোভী হয়?’

নিজের উপার্জন, সন্তানদের বড় করার কথা তুলে ধরে মহসিন বলেন, ‘প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামিলিকে দেয়ার চেষ্টা করে। কিন্তু ফ্যামিলি অনেক সময় বুঝতে চায় না।

‘নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন তাদের সাথে এটাই শেষ দেখা সবাই ভালো থাকবেন।’

এরপর কালেমা পড়তে পড়তে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন মহসিন। তার আগে পিস্তলের লাইসেন্স দেখান।

তিনি বলেন, ‘আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি, সেটি ইলিগাল কিছু না। এটির লাইসেন্স আছে। সেটি নবায়নও করা হয়েছে।’

এর আগে ছেলে মেয়ের কাছে দুঃখও প্রকাশ করেন মহসিন।

এ নিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, ‘নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পূর্ব পশ্চিম/জেআর

​​

আত্মহত্যা,রিয়াজের শ্বশুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close