• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মধ্যরাতে শেষ ১৩৮ ইউপির প্রচারণা, ভোট সোমবার

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৬ | আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে দেশের ২০ জেলার ১৩৮টি ইউপিতে ভোট আগামী সোমবার। শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা, ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। এই ধাপে পটুয়াখালী ও কুমিল্লার ছয়টি ইউনিয়নে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে।

একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। তাই শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে মন জয়ের চেষ্টা করছেন তারা।

এই ধাপে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে ভোট হবে। এতে চেয়ারম্যান পদে এক নারীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৯ জন প্রার্থী। শীত উপেক্ষা করেই চরছে বিরামহীন প্রচারণা।

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার উপজেলার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। তবে, নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেছেন কেউ কেউ।

সপ্তম ধাপে পটুয়াখালীর রাংগাবালী ও বাউফল উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে বাউফলের চারটি ইউনিয়নের ভোটাররা প্রথমবারের মতো ভোট দেবেন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। নতুন পদ্ধতিতে ভোট দেয়া নিয়ে বেশ আগ্রহ ভোটারদের।

নির্বাচনী কর্মকর্তারা জানালেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি শেষ ধাপে দেশের ১৩৮টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে পটুয়াখালী ও কুমিল্লার ছয়টি ইউনিয়নে ইভিএম-এ ভোট হলেও বাকিগুলোতে হবে ব্যালট পেপারের মাধ্যমে।

পূর্ব পশ্চিম/জেআর

ইউপি নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close