• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

বাড়ির গাছ কাটতেও অনুমতি লাগবে, নতুন আইন আসছে

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩১ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫
নিজস্ব প্রতিবেদক

ব্যক্তি মালিকানায় থাকা গাছ গাছসহ সব ধরনের গাছ কাটতে সরকারের অনুমতি নেওয়ার বিধান রেখে ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২’ খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই আইন করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, বলেন, 'মানুষ যারা সাধারণ বাগান করবে বা স্থায়ী যে গাছ লাগাবে, সেগুলোও তারা তাদের ইচ্ছামত কাটতে পারবে না। পৃথিবীর প্রায় সব দেশেই এরকম নিয়ম আছে। '

দেশের সব বনাঞ্চলকে সুরক্ষা দিতে এ আইন করা হচ্ছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘সামাজিক বনায়নের যেসব গাছ রয়েছে, সেগুলোও এর আওতায় আসবে। এখানে বুঝতে হবে, স্থায়ী গাছের কথা বলা হয়েছে। লাউ গাছ কাটতে কোনো সমস্যা নাই।’

সংরক্ষিত বনের পাশাপাশি অন্যান্য বনাঞ্চলকে এ আইনে সুরক্ষা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পূর্বপশ্চিম- এনই

মন্ত্রিসভার বৈঠক,গাছ কাটা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close