• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইসি গঠনের প্রস্তাবে ৩০ জনের নাম পাওয়া গেছে

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩২
নিজস্ব প্রতিবেদক

সার্চ কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে এখন পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ৩০ জনের নাম পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দফার বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বুধবার দুপুরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো হবে। প্রত্যেক দলকে অনুরোধ করা হবে শুক্রবার বিকেল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে অনলাইনে অথবা শারীরিকভাবে উপস্থিত হয়ে অনধিক ১০ জনের নাম প্রস্তাব করার জন্য। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয় খোলা থাকবে। সেখানে প্রস্তাব গ্রহণ করার ব্যবস্থা রাখা হবে। সেই সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অন্যদের কাছেও চাওয়া হবে। তাদের কোনো সুপারিশ-পরামর্শ থাকলে তারাও দিতে পারবেন।

সুধীসমাজ, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিদের সাথে আগামী শনি ও রবিবার দুই দিনে অনুসন্ধান কমিটি আরো তিনটি বৈঠক করবে বলে জানান মন্ত্রিপরিষদসচিব।

তিনি আরও জানান, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের পর ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও বৈঠকে বসবে সার্চ কমিটি।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথম বৈঠক করে সার্চ কমিটি।

পূর্বপশ্চিম-এনই

সার্চ কমিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close