• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

করোনায় ১৯০ চিকিৎসকের প্রাণহানি

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১১
নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত ১৯০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি চিকিৎসক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ৩ হাজার ১৭৮ জন চিকিৎসক, ২ হাজার ৩৬৪ জন নার্স এবং ৪ হাজার ১২৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ ৯ হাজার ৬৭১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বিএমএ জানায়, সবচেয়ে বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন ঢাকা জেলায় ৮৭৮ জন। এছাড়াও চট্টগ্রাম জেলায় ৪৯৩ জন, সিলেট জেলায় ৩৫০ জন, ময়মনসিংহ জেলায় ১৪৩ জন, কুমিল্লায় ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে নার্সদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকায় ৮৫২ জন, এরপর ১৬৫ জন ময়মনসিংহ জেলায়, ৯১ জন বরিশাল জেলায়। এছাড়াও ৪ হাজার ১২৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৯ হাজার ৬৭১ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

সবশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭১ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।


পূর্বপশ্চিম/এসকে

করোনাভাইরাস,চিকিৎসক,ওমিক্রন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close