• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিদায়ী ইসির

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৮ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। অপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) করোনা আক্রান্ত হওয়ায় তিনি সাক্ষাতে যেতে পারেননি।

বিদায়ী ইসির সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, সাক্ষাৎকালে নির্বাচনি কার্যক্রমসহ কমিশনের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। তারা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় রাষ্ট্রপতিকে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংবলিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ ও জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১-এর বাংলা পাঠ হস্তান্তর করেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় দেশের ১২তম নির্বাচন কমিশন। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দায়িত্ব শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের। দায়িত্ব শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে এটি বর্তমান কমিশনের বিদায়ী সাক্ষাৎ।

পূর্বপশ্চিম-এনই

বিদায়ী ইসি,রাষ্ট্রপতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close