• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুষ্ঠু নির্বাচন না হলে বিনিয়োগে প্রভাব পড়বে: ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫২ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫২
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশে সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ গণতন্ত্র দেখতে চায় যুক্তরাজ্যসহ উন্নয়ন সহযোগীরা।এটি নিশ্চিত হলে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে এবং বিনিয়োগ বাড়বে। আর সুষ্ঠ নির্বাচন না হলে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।

হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশে আরও বিনিয়োগ আকর্ষণের জন্যও স্বচ্ছ গণতন্ত্র ও অবাধ, ভয়মুক্ত পরিবেশে নির্বাচন প্রত্যাশিত। কারণ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের নিশ্চয়তা দেয়, যা বিনিয়োগের জন্য সহায়ক।’

মানবাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানবাধিকার নিয়ে প্রশ্ন আছে, এটা যেমন ঠিক তেমনি এ নিয়ে আরও আলাপ আলোচনার অবকাশ রয়েছে। ১৯৭২ সংবিধান অনুসারে মানবাধিকার রক্ষা স্পষ্ট করা হয়েছিল। এটা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা সব দেশের জন্যই চ্যালেঞ্জ বাস্তবতা হলেও রাষ্ট্রযন্ত্রের আন্তরিকতা থাকতে হবে, যাতে ন্যায়বিচার পায় সাধারণ মানুষ।’

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব সময়ই উদ্বেগের বিষয়। মানুষের গণতান্ত্রিক চর্চার উন্মুক্ত পরিবেশ দরকার। এটা দিতে হবে। এমনকি নির্বাচন যাতে ভয়মুক্ত পরিবেশে হতে পারে, এটাই প্রত্যাশা করে যুক্তরাজ্য।’

রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন জরুরি। কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি দায়িত্ব রয়েছে। শরণার্থীদের ফেরত পাঠানোর পরিবেশ তৈরি না হওয়া হতাশাজনক। আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে যুক্তরাজ্য নিবিড়ভাবে কাজ করে চলছে। নিষেধাজ্ঞা আরোপ জরুরি। বাণিজ্যের আকর্ষণীয় স্থান ঠিকই কিন্তু, মানবতা তার আগে।’

পূর্বপশ্চিম-এনই

ব্রিটিশ হাইকমিশনার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close