• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না: খাদ্য সচিব

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৭
নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজান মাস উপলক্ষে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়েছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ নিশ্চয়তা দেন।

খাদ্য সচিব বলেন, রমজান উপলক্ষে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, চালের দাম বাড়বে না। কারণ মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। মার্চ মাস থেকে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। ওই সময় চালের দাম বাড়বে না।

তিনি বলেন, আমরা যদি ওইরকম অবস্থা দেখি তাহলে ওএমএস আরো বাড়াবো। খাদ্যের ব্যাপারে তো সরকারের কার্পণ্য নেই। খোলা বাজারে বিক্রি আরো বাড়াবো। যদি প্রয়োজন হয় ভোক্তার স্বার্থে সরকার চাল আমদানি করবে। তবে এখনই আমরা সেটা করতে চাই না।

নাজমানারা খানুম বলেন, ২০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। এরপরও মিলাররা আমার কাছে চাল বিক্রি করতে চাচ্ছে। তার মানে কী? মোটা চালের দাম আর বাড়বে না। এটা কমেই যাবে। ধান উঠলে তো আরও কমবে। কোনো দৈব-দুর্বিপাক না হলে এপ্রিলের মাঝামাঝি সময় বোরো চাল বাজারে চলে আসবে। ফলে তো ওরকম অবস্থা হওয়ার আশঙ্কা নেই।


পূর্বপশ্চিম/এসকে

রমজান,খাদ্য সচিব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close