• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শনিবার আরেকদফা সার্চ কমিটির বৈঠক

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪১
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ঘটনে সার্চ কমিটির অনুসন্ধান অব্যাহত আছে। এ লক্ষ্যে আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকের পর এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব সামসুল আরেফিন।

সার্চ কমিটি প্রকাশিত ৩২২ জনের তালিকা বাছাই করে ছোট করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সামসুল আরেফিন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। আর কোনো বিষয়ে আপাতত বলতে আমি ইচ্ছুক নই। শনিবার আবার কথা হবে।’

বাছাই প্রক্রিয়ার সংখ্যা বা মানদণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘আইনে যা বর্ণিত আছে ঠিক সেইভাবেই হবে।’

সার্চ কমিটি প্রকাশিত তালিকা থেকে যারা নাম বাতিলের আবেদন করেছেন তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব।

পূর্ব পশ্চিম/জেআর

সার্চ কমিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close