• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দুদকের ভাবমূর্তি রক্ষায় শরীফকে অপসারণ করা হয়েছে’

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:১২
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বিধিবিরোধী কাজ করেছেন, তাই সংস্থার ভাবমূর্তি রক্ষায় তাকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ের সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে শরীফকে বরখাস্তের প্রতিবাদে কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কমিশনের শতাধিক কর্মকর্তা।

শরীফ উদ্দীনকে চাকরিচ্যুত করা প্রসঙ্গে গণমাধ্যমকে দুদক সচিব বলেন, ‘দুদক কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮-এ রয়েছে কর্মচারি ও কর্মকর্তারা কী কাজ করবেন, কীভাবে করবেন সেটা বলা আছে। বুধবার উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনকে চাকরি বিধি মেনেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের যে বিধিবিধান মানা প্রয়োজন সেগুলো না মেনে অব্যাহতভাবে বিধিবহির্ভূত কাজ করেছেন ওই কর্মকর্তা। দুদক ভাবমূর্তি রক্ষার স্বার্থে এবং সকলে যাতে সঠিকভাবে কাজটি করেন সেই লক্ষ্যে তাকে চাকরি থেকে অপসারণ করেছে।

মাহবুব হোসন বলেন, আইন ও চাকরি বিধি যেন সবাই মেনে চলি তার আলোকেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। উনি (শরীফ) বিধি বিধানের বাইরে অনেক কাজ করেছেন। যেটা আমি পাবলিকলি বলতে চাই না। দুদক মনে করেছে, ভাবমূর্তি রক্ষার্থে সকলের স্বার্থে ৫৪ এর-২ ধারায় এখানে প্রযোজ্য হয়েছে। চরম পর্যায়ে চলে গেলে যে পদক্ষেপ নেওয়া হয় সেটির একটা অংশ এটি

শরীফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের দুদক সচিব বলেন, তার বিরুদ্ধে অনেক আভিযোগ রয়েছে। যেগুলোর ভিত্তিতে তিনটি বিভাগীয় মামলা চালু আছে। উনি একটা বদলির বিষয়ে তদন্তকালে যে টাকা উদ্ধার হয়েছিল সে বিষয়ে কাজ করছিলেন। মহামান্য হাইকোর্ট থেকেও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। চাকরিবিধি পরিপন্থীর কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সহকর্মীকে অপসারেণর প্রতিবাদে শতাধিক কর্মকর্তার নজিরবিহীন মানববন্ধনের বিষয়ে সচিব বলেন, ‘মানবন্ধনের বিষয়ে আমি জানি না। সেটা আমার সামনে ঘটেনি। কর্মকর্তাদের কয়েকজন আমার কাছে এসেছেন। আদেশটি বিবেচনার কথা বলেছেন। তারা বলেছেন, কাজকর্ম করতে উনারা লজ্জিত বোধ করছেন। আমি তাদের আস্বস্ত করেছি বলেছি, বিধি অনুযায়ী কাজ করেন, সততা রক্ষা করে কাজ করেন, তাহলে ভয়ের কিছু নেই।’

শরিফ দুর্নীতি বিরোধী কার্যক্রম করায় কোনো চাপের বলি হলো কি না? প্রশ্নের জবাবে বলেন, ‘এখানে কোনো ঘটনাও ঘটেনি যে, এই তদন্তের কারণে বা একে লক্ষ্য করার কারণে কেউ ক্ষতিগ্রস্থ হয়েছেন। তার সঙ্গে যা ঘটেছে, সেটির সঙ্গে তদন্ত বা প্রসেসের কোনো সম্পর্ক নেই।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়।এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮ এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দীন, উপ-সহকারী পরিচালক, দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।

পূর্বপশ্চিম- এনই

শরীফ উদ্দীন,দুদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close