• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাতিল হলো খাদ্য মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার ‘অপ্রয়োজনীয়’ বিদেশ সফর

খাদ্য মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার ‘অপ্রয়োজনীয়’ বিদেশ সফর

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৪
নিজস্ব প্রতিবেদক

খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে খাদ্য গুদাম তৈরির প্রশিক্ষণ নিতে ৩০ জন কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাবকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যায়িত করে তা বাতিল করেছে পরিকল্পনা কমিশন।

সফর বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য বেগম শরিফা খান

তিনি জানান, প্রস্তাবনা মূল্যায়ন কমিটির (পিইসি) মঙ্গলবারের সভায় তাদের বিদেশ সফরের প্রস্তাবের নিন্দা করা হয়। সভায় জানানো হয়, দেশে ইতোমধ্যে খাদ্য গুদাম তৈরির প্রযুক্তি আছে এবং এ সফর 'অপ্রয়োজনীয়'।

এর আগে, খাদ্য মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে ৬৯৩ কোটি টাকা ব্যয়ে ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের জন্য 'দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ' শীর্ষক একটি প্রস্তাবনা পাঠায়।

প্রস্তাবে মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিদেশ সফরের জন্য ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়।

পূর্বপশ্চিম-এনই

বিদেশ সফর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close