• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বর্ণিল আলপনায় শেষ মুহূর্তের তুলির আঁচড়

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৮ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৫
নিজস্ব প্রতিবেদক

বাঙালি জাতির সূর্য সন্তান ৫২-র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণের দিন এসে গেছে। মহান শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিবছরের মতো এ বছরও আলপনা, দেয়াল লিখন আর তোরণে সাজানো হচ্ছে শহীদ মিনার এবং এর আশেপাশের এলাকা।

অমর একুশে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। সারা বছর অবহেলায় ও অযত্নে পড়ে থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারকে এখন যেন নতুনভাবে রূপ দেওয়া হচ্ছে। কয়েকদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে চলেছে পরিষ্কার ও সাজসজ্জার কাজ। তুলির আঁচড়ে শহীদ মিনারকে সাজিয়ে তোলার কাজও প্রায় শেষ। একটু একটু করে শহীদ মিনারের লাল বেদি রঙিন হয়ে উঠেছে আলপনার বর্ণিল রঙে। বেদির আলপনা আর দেয়াল লিখন শেষে দোয়েল চত্বর থেকে পলাশীর মোড় পর্যন্ত রাস্তায় আঁকা হচ্ছে আলপনা।

চারুকলা অনুষদের ৮টি বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী প্রতিবছর রাঙিয়ে তোলেন শহীদ মিনার প্রাঙ্গণ। শুধু শহীদ মিনারই নয়, আশপাশের দেয়ালে বিভিন্ন দৃষ্টিনন্দন চিত্রকর্ম, বিশাল তোরণ ও রাস্তায় আলপনা আঁকার কাজটাও তাঁরাই করেন।

চারুকলার এইসব শিক্ষার্থীরা কেউ দেখেনি গৌরবের সেই ভাষা আন্দোলন, তারপরও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের আয়োজনের অংশ হতে পেরে গর্বিত নতুন প্রজন্মেরা।

একুশ মানে ভাষা শহীদদের হারানোর শোক, একই সাথে একুশ মানে মাতৃভাষাকে অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তির গৌরবকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে নিতে প্রস্তুত হয়ে ওঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার।

পূর্বপশ্চিম- এনই

অমর একুশে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close