• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘আমাদের দেশে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে না’

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫
সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের দেশে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়বে না। কারণ ইউক্রেনের সঙ্গে সরাসরি আমাদের এমন কোনো বাণিজ্য নেই, যে ধস পড়বে। বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে কিছু ব্যবসা রয়েছে। তবে তা এতো বেশি নয়। তাদের সঙ্গে এই সময়ে সবচেয়ে বড় কাজ হলো রূপপুর পারমানবিক প্রকল্পে তারা ঋণ দিয়েছে। আমরা ঋণ গ্রহণ করে কাজ করছি। সে কাজ কোভিডের সময় বাধাপ্রাপ্ত হয়নি, এখনও হবে না।’

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ-সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের আগে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রী আরও, ‘সরকার এখন স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিচ্ছে। সরকার নিজেও করছে, প্রাইভেট সেক্টরকেও উৎসাহ দিচ্ছে। সরকারি এবং প্রাইভেট মিলেই সামগ্রিকভাবে স্বাস্থ্যখাত শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। বেসরকারি উদ্যোগের মধ্যে অন্যতম হার্ট ফাইন্ডেশন। এসব উদ্যোগকে সরকার উচ্চ মর্যাদা ও মনোযোগ দিয়ে দেখে।’

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জকে জমি দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অব. আব্দুল মালিক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. একে আব্দুল মুবিন। সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’এর সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

পূর্বপশ্চিম- এনই

পরিকল্পনা মন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close