• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশি জাহাজের নাবিকদের ইউক্রেন থেকে রোমানিয়া নেয়া হচ্ছে

প্রকাশ:  ০৪ মার্চ ২০২২, ১৭:৫০ | আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৭:৫৬
নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের অলভিয়া বন্দর রুশ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির নাবিকদের মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশি নাবিকদের ইউক্রেন থেকে প্রথমে পাশের দেশ মলদোভা নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে রোমানিয়ায় নেওয়া হবে। এরপর রোমনিয়া থেকে দেশে ফেরানো হবে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ইউক্রেনের ওলভিয়া বন্দরে গিয়ে যুদ্ধের মধ্যে আটকা পড়ে। বুধবার সন্ধ্যার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়। ক্রুদের চেষ্টায় আগুন নেভানো গেলেও ব্রিজে থাকা জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।

ওই নৌযানে ক্ষয়ক্ষতির আর উদ্বেগের মধ্যে শুক্রবার বাংলা সমৃদ্ধিকে পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। হাদিসুরের মরদেহও তাদের সঙ্গেই রয়েছে।

ইউক্রেনের শেল্টার হোম থেকে তাদেরকে প্রতিবেশী দেশ পোল্যান্ড হয়ে ফেরানোর পরিকল্পনার কথা প্রাথমিকভাবে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নাবিকদের রোমানিয়া হয়ে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

বাংলার সমৃদ্ধি,ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close