• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমছে

প্রকাশ:  ১৪ মার্চ ২০২২, ১৬:১৬ | আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৬:৫৮
নিজস্ব প্রতিবেদক

ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি পর্যায়ে ভোজ্যতেলের ওপর ১০ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। এছাড়া উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। এছাড়া দাম কমবে কি না সেটা ব্রাজিল বলতে পারবে। ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।

টিপু মুনশি বলেন, যার পাঁচ লিটার তেল দরকার সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারবো না। রমজান উপলক্ষে সবাই বেশি বেশি তেল কিনতে শুরু করলে বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার ততটুকুই কেনা উচিত। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারবো না।

তিনি বলেন, আমাদের যথেষ্ট পরিমাণ দ্রব্য মজুদ আছে। সেটা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। আমরা চেষ্টা করছি, রমজান পর্যন্ত আগের দামটা রাখার জন্য।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।


পূর্বপশ্চিম/এসকে

ভোজ্যতেল,আমদানি,ভ্যাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close