• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

প্রকাশ:  ১৪ মার্চ ২০২২, ১৯:১১
নিজস্ব প্রতিবেদক

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট থাকছে।

সোমবার (১৪ মার্চ) সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এটি বহাল থাকবে।

সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। যদিও অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে বলে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। এছাড়া দাম কমবে কি না সেটা ব্রাজিল বলতে পারবে। ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।

টিপু মুনশি বলেন, যার পাঁচ লিটার তেল দরকার সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারবো না। রমজান উপলক্ষে সবাই বেশি বেশি তেল কিনতে শুরু করলে বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার ততটুকুই কেনা উচিত। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারবো না।


পূর্বপশ্চিম/এসকে

ভোজ্যতেল,ভ্যাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close