• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাকায় ২০০ টাকায় থাকতে পারবেন প্রবাসীরা

প্রকাশ:  ১৯ মার্চ ২০২২, ০০:৩২
নিজস্ব প্রতিবেদক

সবুজের প্রাচীর ঘেরা প্রায় ১৪০ কাঠার বেশি জায়গায় বিদেশগামী এবং বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের জন্য সাময়িক আবাসস্থল তৈরি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

শুক্রবার (১৮ মার্চ) এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এ আবাস্থলের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার। কর্মীরা এখানে মাত্র ২০০ টাকায় প্রতি রাত যাপন করতে পারবেন।

নারী ও পুরুষ কর্মীদের জন্য আলাদা ব্যবস্থা আছে এই সেন্টারে। এটি রমজানের পর পুরোপুরিভাবে চালু হবে।

পূর্ব পশ্চিম/জেআর

প্রবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close