• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোববার ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপ

প্রকাশ:  ১৯ মার্চ ২০২২, ২১:১০
অনলাইন ডেস্ক

রোববার ঢাকা-ওয়াশিংটন অংশীদারি সংলাপআগামীকাল রোববার (২০ মার্চ) ঢাকা-ওয়াশিংটনের অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়কে প্রাধান্য দেবে বাংলাদেশ। এছাড়া গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্যিক সুবিধা (ওয়াশিংটনের বাজারে নতুন করে জিএসপি সুবিধা চাইতে পারে ঢাকা), সামরিক যোগাযোগ এবং ইন্দো-প্যাসিফিক কৌশল গুরুত্ব পাবে।

ঢাকায় আয়োজিত এই সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই পক্ষই চায় নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক এবং একে অন্যের উন্নতিতে অবদান রাখুক। উভয়েই চাচ্ছে, এখান থেকে উত্তরণ ঘটাতে এবং শক্তিশালী টেকসই সম্পর্ক গড়তে। এ বিষয়ে ঢাকা-ওয়াশিংটনের কূটনীতিকরা কাজ করছেন। এর ধারাবাহিকতায় ঢাকায় অংশীদারিত্ব সংলাপ হতে যাচ্ছে।

আগামী ৪ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৯৭২ সালের এই দিনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ওই বৈঠক হবে। এছাড়া দুই দেশের মধ্যে আরো বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফর বিনিময় হবে, যা নিয়ে সংলাপে আলোচনা হবে।

সংলাপে যোগ দিতে শনিবার (১৯ মার্চ) ঢাকায় এসেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মাসুদ বিন মোমেন।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিক্টোরিয়া নুল্যান্ড আগামী ১৯ থেকে ২৩ মার্চ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত সফর করবেন। এর মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অংশীদারি সংলাপে যোগ দেবেন তিনি। আর ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে অংশ নেবেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। তারপর থেকে প্রতিবছর একবার ঢাকা, পরের বার ওয়াশিংটনে এই সংলাপের আয়োজন করা হয়। তবে করোনার কারণে গত দুই বছর এই সংলাপ অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৯ সালের জুন মাসে ঢাকায় অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

পূর্বপশ্চিম/এনএন

ওয়াশিংটন,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close