• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: কিশোরীসহ চারজনের লাশ উদ্ধার

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১৭:৪৮ | আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:২২
নিজস্ব প্রতিবেদক

শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় 'এমএম আশরাফ উদ্দিন' নামে লঞ্চডুবির ঘটনায় এক কিশোরীসহ চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে লঞ্চডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বন্দর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, তিনটি লাশের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরফিন জানান, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষে হতাহতের সংখ্যা বলা যাবে।

তিনি আরো জানান, নিহতের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী। এদের মধ্যে একজন কিশোরীও আছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

লঞ্চডুবির পর ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। রূপসী ৯ নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি ডুবে যায়।


পূর্বপশ্চিম/এসকে

শীতলক্ষ্যায় লঞ্চডুবি,লাশ উদ্ধার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close