• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টুঙ্গিপাড়ায় গেলেন ৪২ দেশের রাষ্ট্রদূত

প্রকাশ:  ২৪ মার্চ ২০২২, ১১:১০
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) টুঙ্গিপাড়া গেলেন ঢাকায় নিযুক্ত ৪২ দেশের রাষ্ট্রদূত। সেখানে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরিদর্শন বইতে সই করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনি উপলক্ষ্যে বিদেশি রাষ্ট্রদূতরা টুঙ্গিপাড়া যাচ্ছেন। আজ ভোরে তারা সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেরি পার হওয়ার সময় তাদের পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখাবেন। এছাড়াও, পুরো সফরকালে প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের সঙ্গে থেকে টুঙ্গিপাড়া ঘুরে দেখাবেন। বিশেষ করে টুঙ্গিপাড়ায় বর্তমানে একটি মেলা চলছে। সেই মেলাতেও কূটনীতিকরা যাবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ১৭ মার্চ কিংবা ২৬ মার্চ জাতীয় দিবসের কর্মসূচিতে ঠাসা থাকে। ওই সময়ে কূটনীতিকদের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই এই সময়ে তাদের দেখানোর জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রাপথে তাদের পদ্মা সেতু দেখানো হবে। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পর আজ হেলিকপ্টারে কূটনীতিকরা ঢাকায় ফিরবেন।

পূর্ব পশ্চিম/জেআর

টুঙ্গিপাড়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close