• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাবিতে দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১৭:২৩
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘দ্বিতীয়বার’ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ভর্তি পরীক্ষা হবে ৪ ইউনিটে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

সভা সূত্রে জানা গেছে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখছে ভর্তি পরীক্ষা উপ-কমিটি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে ২৭ জুলাই। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন-২৮ জুনের মধ্যে।

পূর্বপশ্চিম/এসএ/এনএন

ভর্তি,রাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close