• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

কেমিক্যাল কারখানায় আগুন: দগ্ধ আরো দুইজনের মৃত্যু

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২২, ২২:১৫
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ নয়জনের মধ্যে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান সজীব (৩০)। এরপর ৭টার দিকে মারা যান বায়েজীদ (৩০)।

বার্ন ইনস্টিটিইটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, মৃত সজীবের শরীরের ৫০ শতাংশ ও বায়েজীদের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় দগ্ধ ৯ জনের মধ্যে শনিবার ভোরে মারা যান মুজাহিদ (২০)। শুক্রবার দুপুরে মারা যায় আকালু (৩৫)।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ দক্ষিণ গোলাকান্দা এলাকায় কারখানাটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধদের সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

সেদিন রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,দগ্ধ,কেমিক্যাল কারখানা,আগুন,নারায়ণগঞ্জ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close