• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি ও যোগ্যতা নির্ধারণ

প্রকাশ:  ১১ এপ্রিল ২০২২, ১৩:৫৫ | আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৪:৩৫
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ইউনিট প্রতি আবেদন ফি ও আবেদন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এ বছর ইউনিট প্রতি আবেদন ফি লাগবে ১১০০ টাকা।

সোমবার (১১ এপ্রিল) ১১টায বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা কমিটির এ মিটিং শুরু হয়।

রাবির ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বলেন, এ বছর মানবিক শাখা ইউনিট 'এ'-তে আবেদনের যোগ্যতা হলো এসএসসি ও এইচএসসিতে জিপিএ নূন্যতম ৩.০০ করে মোট ৭.০০ থাকা। ইউনিট 'বি' বাণিজ্য শাখায় এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ করে মোট ৭.৫০ এবং ইউনিট 'সি' বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৪.৫০ করে মোট ৮.০০।

এর আগে গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষা হবে ৪ ইউনিটে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন-২৮ জুনের মধ্যে। এ বছর চার ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে ২৭ জুলাই।

পূর্বপশ্চিম/এনএন

রাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close