• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় দশম বাংলাদেশি হাফেজ

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২২, ১২:৩১
নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিজযুল কুরআন প্রতিযোগিতায় সারা পৃথিবীর মধ্যে দশম স্থান অধিকার করেছেন হাফেজ তাওহিদুল ইসলাম। এই প্রতিযোগিতায় শতাধিক দেশ অংশ নেয়।

হাফেজ তাওহিদুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন।

মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী এই খবর নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ অবস্থায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরও তাওহিদ যে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন সেজন্য রবের দরবারে অগণিত শুকরিয়া জানাই।

দুবাইয়ে এবার ২৫তম পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার প্রথম হয়েছেন আলজেরিয়ার প্রতিযোগী আবু বকর।

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে দুবাইয়ের কালচারাল অ্যান্ড সাইন্টিফিক অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

পূর্ব পশ্চিম/জেআর

হাফেজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close