• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরের আগের ও পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটর সাইকেল বহন করা যাবে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নিষেধাজ্ঞা জারি করেছে।

রোববার (১৭ এপ্রিল) বিআইডব্লিউটিএ-এর এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিআইডব্লিউটিএ।

এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে।

ঈদে ঘরমুখো ও ঈদ ফেরত যাত্রী পরিবহনের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিআইডব্লিটিএ।

পূর্বপশ্চিম- এনই

মোটর সাইকেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close