• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

নিউমার্কেটে সংঘর্ষের প্রভাবে নগরীতে ভয়াবহ যানজট

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২২, ১৫:২০ | আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫:২৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।এর প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। তীব্র গরমে যানজটে আটকে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী।

মঙ্গলবার সকাল থেকেই শাহবাগ, গ্রিন রোড, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিয়ন্ত্রণে বিকল্প পথে যানবাহন চালানোর ব্যবস্থা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

গতকাল সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ মধ্যরাতে নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর পরিস্থিতি শান্ত থাকলেও আজ সকাল ১০টার দিকে আবার দফায় দফায় শুরু হয় সংঘর্ষ।

এতে নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে আছে আশপাশের সড়কে শত শত যানবাহন।

ট্রাফিকের রমনা জোনের পুলিশ সুপার (এসপি) রেফাতুল ইসলাম জানিয়েছেন, এই সংঘর্ষের কারণে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে মিরপুর সড়কে যানজট বেশি। অন্য সড়কগুলোতে ডাইভারশন করা হয়েছে।

বিকল্প রাস্তায় যানবাহন চালানোর সুযোগ সৃষ্টি হওয়ায় অন্য এলাকায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে অনেকটা।

সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীরা সরে যান।

পূর্বপশ্চিম- এনই

নিউমার্কেট,ঢাকা কলেজ,যানজট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close