• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কলাবাগানের মাঠে থানা ভবন নির্মাণ কাজ চলছেই

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২২, ১৫:৩৩
নিজস্ব প্রতিবেদক

এলাকাবাসীর দাবিকে উপেক্ষা করে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে পুলিশি প্রহরায় চলছে থানা ভবন নির্মাণ কাজ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে পুলিশের পাহারায় শ্রমিকরা নির্মাণ কাজ শুরু করে। সকাল থেকেই এলাকাবাসীকে তেঁতুলতলা মাঠের আশেপাশে দেখা যায়নি। তবে কয়েকজন শিশুকে মাঠটিতে খেলা করতে দেখা গেছে।

তেঁতুলতলা মাঠটি রক্ষার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন চলছে। এরইমধ্যে গত রোববার আন্দোলনকারী সৈয়দা রত্না মাঠে নির্মাণ কাজের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করলে তাকে ও তার ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ। তাদের কলাবাগান থানায় ১৩ ঘণ্টা আটকে রাখা হয়। পরে প্রতিবাদের মুখে মধ্যরাতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এরপর তেঁতুলতলা মাঠ রক্ষার দাবি জানিয়ে দুটি আলাদা বিবৃতি দেন বিশিষ্ট নাগরিকরা।

এ বিষয়েও পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, শিশু-কিশোরদের খেলার মাঠের জন্য বিকল্প জায়গা খুঁজতে সবাইকে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও থানা ভবন করাটা অতীব জরুরি। কারণ থানা এখন ভাড়া ভবনে কার্যক্রম চালাচ্ছে। তারা পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।

পূর্বপশ্চিম- এনই

কলাবাগান মাঠ,তেঁতুলতলা মাঠ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close