• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ১৬:২৮ | আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:৩২
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে তাঁকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করে। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করা হবে। আগামীকাল শুক্রবার সকালে তিনি ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজ বাংলাদেশ ও ভুটানে তিন দিনের সফর শুরু করছেন। তাঁর বাংলাদেশ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের প্রেক্ষাপটে দেখা যেতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেন।

পূর্বপশ্চিম- এনই

ভারতের পররাষ্ট্রমন্ত্রী,নরেন্দ্র মোদি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close