• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: রেলমন্ত্রী

প্রকাশ:  ০২ মে ২০২২, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক

ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ।

সোমবার (০২ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সন্তোষ প্রকাশ করেন তিনি।

রেলমন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি না হ‌ওয়ায়, নির্দিষ্ট সময়ে ও আরামে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

রেলমন্ত্রী আরও বলেন, রেলে এবারের ঈদ যাত্রা গত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোন ভোগান্তিতে পড়েনি।

ট্রেনে মাঝখানে দাঁড়ানো কোনো লোক ছিল না বলেও দাবি করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ঈদযাত্রায় ট্রেনের ছাদের যাত্রীও নিয়ন্ত্রণ করা হয়েছে, একই সঙ্গে এবার ট্রেনের কোনো সিডিউল বিপর্যয় ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে রেলওয়ে তাদের টিকিট বিক্রি কার্যক্রম করেছে। এনআইডির মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

নূরুল ইসলাম সুজন,রেলমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close