• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হাজি সেলিমের বিদেশ যাওয়া ও ফিরে আসা আইন মেনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ০৫ মে ২০২২, ১৫:০৩
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের দেশ ছাড়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আইন মেনেই তিনি বিদেশ গেছেন এবং আইন মেনেই আবার দেশে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাজি সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। আবার ফেরত চলে এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে, তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন।

তিনি আরও বলেন, হাইকোর্টে ভারডিক্ট হলে তার অফিসিয়াল রায় চলে আসে। ভারডিক্ট হয়েছিল, অফিসিয়ালি কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি (হাজি সেলিম) গিয়েছেন আবার চলেও এসেছেন।

ঈদের ছুটি চলাকালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭০ লাখ লোক সিম ব্যবহার করেন যারা তারা ঢাকা ছেড়েছিলেন। আবার ফেরতে শুরু করেছেন। আমি মনে করি, এবার সবাই তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। আমার কাছে যে তথ্য আছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক ছিল, সুন্দর ছিল। অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সজাগ থাকেন, এবারও সজাগ ছিলেন। আর রাস্তায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। জনগণও সর্বাত্মক চেষ্টা করেছে যাতে আইন-শৃঙ্খলা সমুন্নত থাকে। মলমপার্টি, অজ্ঞানপার্টি—এগুলোকে আমরা দূর করতে পেরেছি। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেছে যেসব জায়গায় অসুবিধা হতে পারে সেগুলো আগেই তারা এক্সারসাইজ করেছিল।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিএনপি রাজনৈতিক দল, নানা ধরনের কৌশল তারা অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য। তারা যেসব কর্মসূচি দিচ্ছেন সবগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে দিচ্ছেন, সে জন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন সে রকমভাবে তারা আসতে পারছে না। রাজনৈতিক দল হিসেবে নানা ধরনের কথা বলে থাকেন, সেটা যদি বাস্তবসম্মত না হয়, জনগণ গ্রহণ না করে কোনো আন্দোলন-হুমকি সফল হয় না। নৈরাজ্য সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী সব সময় সজাগ রয়েছে। নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলেই সুন্দর ঈদুল ফিতর দেশের জনগণ আনন্দের সঙ্গে উপভোগ করেছে।

পূর্বপশ্চিম- এনই

হাজি সেলিম,স্বরাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close