• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টানা ১৫ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

প্রকাশ:  ০৫ মে ২০২২, ১৬:২১ | আপডেট : ০৫ মে ২০২২, ১৬:২৪
নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৫ দিন দেশে কোনো করোনা রোগী মারা যায়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭। এদিকে একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন আরো ৪ জন। নতুন শনাক্তসহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে।

বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে দুই হাজার ২২৬টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ২১২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ২৫৭ জন। এনিয়ে দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

করোনাভাইরাস,আক্রান্ত,বিজ্ঞপ্তি,মৃত্যু,দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close