• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‌‌‌‌‘পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত’

প্রকাশ:  ১৫ মে ২০২২, ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক

প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তার বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৫ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পি কে হালদার বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে চেয়েছি। শুনেছি পি কে হালদার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তারা আমাদের এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। ভারত অফিসিয়ালি আমাদের জানালে তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, যেদিন প্রধানমন্ত্রী দেশে ফিরেছিলেন সেদিন লাখো মানুষের ঢল নেমেছিলো, তিল ধারণের ঠাঁই ছিে লা না। ঢাকায় নেমে তিনি ৩২ নম্বরের বাড়িতে গেলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না। সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কীভাবে তিনি দেশকে সংগঠিত করবেন। এরপর তিনি সারাদেশ ঘুরে বেড়িয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশে যেখানেই যেতাম, সবাই বলতো তোমরা সেই জাতি যারা জাতির পিতাকে হত্যা করেছ। লজ্জায় আমাদের মাথা নত হয়ে যেতো। আমরা ভেবেছিলাম আমাদের কপালে যে কালো দাগটি ছিলো, তা মুছবে না। তবে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুজিব হত্যার বিচার করতে পেরেছি। আমাদের প্রশান্তির বিষয় কাউকে কাউকে শাস্তি দিতে পেরেছি। বঙ্গবন্ধু যে অসমাপ্ত কাজগুলো রেখে গিয়েছিলেন, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। সেজন্যই দেশ ঘুরে দাঁড়িয়েছে। তার যে দেশপ্রেম, তার যে দূরদর্শিতা, তার যে নেতৃত্ব, এ কারণে এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আধুনিক বাংলাদেশ গড়েছেন। যেখানেই যাই জিজ্ঞাসা করে তোমাদের প্রধানমন্ত্রীর কৌশল কি? আমাদের একটাই জবাব, তিনি দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, দূরদর্শী নেতা। বঙ্গবন্ধুর দুই কন্যা জীবিত ছিলেন বলেই আজ আপনারা বাংলাদেশকে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন।

প্রসঙ্গত, এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারসহ ছয়জনকে শনিবার (১৪ মে) সকালে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করা হয়। পরে পি কে হালদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের ব্যাঙ্কশাল স্পেশাল সিবিআই কোর্ট।

শনিবার গভীর রাতে পি কে হালদারসহ ছয়জনকে ব্যাঙ্কশাল সিবিআই কোর্টে হাজির করা হয়। এরপর তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভারত,‌‌‌‌‌পি কে হালদার,আসাদুজ্জামান খান কামাল,স্বরাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close