• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সিলেট-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

প্রকাশ:  ২৪ মে ২০২২, ১৪:৩০
নিজস্ব প্রতিবেদক

সিলেট ও নেত্রকোনার বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানানো হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশরী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানির সমতল কমছে। স্থিতিশীল আছে যমুনা নদীর পানি। আগামী বুধবার (২৫ মে) নাগাদ উভয় নদ-নদীর পানির সমতল কমবে।

‘এদিকে গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা অব্যাহত থাকবে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের অপার মেঘনা অববাহিকার পানির সমতল কমছে, যা আগামী বৃহস্পতিবার (২৬ মে) পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে আগামী বুধবার নাগাদ সিলেট ও নেত্রকোনার বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে।’

উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করলেও এখনো তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে সুরমার পানি সিলেটের কানাইঘাটে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে, কুশিয়ারার পানি অমলশীদে ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে, শেওলায় ৬ সেন্টিমিটার ওপর দিয়ে ও সোমেশ্বরীর পানি নেত্রকোনার কলমাকান্দায় ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানায়, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি পয়েন্টের মধ্যে মঙ্গলবার পানির সমতল বেড়েছে ৪৭টিতে, কমেছে ৫৭টিতে। আর অপরিবর্তিত আছে পাঁচটি পয়েন্টের পানির সমতল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আভাস,উন্নতি,পরিস্থিতি,সিলেট-নেত্রকোনা,বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close